About

খাওয়া কাজ আর ঘুম, এই চক্রে বাধা পড়ে আছে আমাদের জীবন। এ থেকে আমরা বের হতেই পাচ্ছিনা। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা পারব এই চক্র থেকে বের হয়ে চারপাশের বিশ্বটাকে দেখতে এবং অবাক করা কিছু গল্পের অংশ হতে। আমাদের দেশের মেঠো পথ থেকে শুরু করে বিস্ময়কর এ পৃথিবীর বিভিন্ন যায়গা, প্রকৃতি, খাবার-দাবার, সংস্কৃতি সহ আরো অনেক অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় ও আপনাদেরকে অনুপ্রাণিত করতে আমার এই পথচলা শুরু। চলুন না দু পা বারিয়ে দেখে আসি বিশ্বের অপার সৌন্দর্য , জীবনে যোগকরি কিছু ভালোলাগা ও কিছু অভিযানের গল্প। আর ধীরে ধীরে হয়ে উঠি একজন চিরসবুজ ভ্রমণকারী বা ট্রাভেলার। আপনাদের সহযোগিতায় এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে সাথে আছি আমি- একজন ভ্রমণ পাগল মানুষ…
মোঃ জহিরুল ইসলাম।